তিনি ভারতীয় ক্রিকেটের ভগবান। তাঁর বাড়িতে এবার মহা ধূমধামে চলল সিদ্ধিদাতার আরাধনা। করোনার প্রকোপ কাটিয়ে প্রায় আড়াই বছর পর সপরিবারে গণেশ পুজোর আনন্দে মাতলেন সচিন তেন্ডুলকর। কিন্তু কোন দোকানের মিষ্টি খেলেন গণেশ ? তার উত্তর তাক লাগিয়ে দেওয়ার মতো। সচিনের বাড়ির মিষ্টি গিয়েছে বাংলার এক দোকান থেকে। নাম শুনলে আপনাও হয়তো অবাক হতে পান। তবে এটাই সত্যি, সচিনের সিদ্ধিলাভ সম্পন্ন হয়েছে রিষড়া ফেলু মোদকের দোকানের মিষ্টান্ন থেকেই।
পুজোর আকর্ষণ ছিল দরবেশ, লাড্ডু। সেই সঙ্গে গণেশের থালিতে উজ্জ্বল ছিল আম সন্দেশও। দোকান মালিক অমিতাভ মোদক জানিয়েছেন, সচিনের বাড়ির গণেশের মোদক তৈরি করার জন্য রীতিমত পড়াশোনা করেছেন তিনি। বিশেষ করে স্বাদের দিক মাথায় রেখে গত কয়েকদিনে নিরন্তন গবেষণা করেছেন। কারণ, সচিনের বাড়ি বলে কথা।
কলকাতায় এলে বরাবর ফেলু মোদকের মিষ্টি খেয়ে থাকেন সচিন। তাই, তাঁর গণেশের জন্য়ও এবার বরাত দেওয়া হয়েছিল রিষড়ার এই দোকানকে। আবার কয়েকদিন পর মাঠে ফিরছেন মাস্টার ব্লাস্টার। ব্যাট করবেন ভারতের জার্সি গায়ে। মূলত রোড সেফটি কাপে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে। তার আগে গণেশের থেকেই হয়তো নতুন ফর্মের জন্য প্রার্থনা করে নিলেন ভারতীয় ক্রিকেটের ভগবান।