নিজের বক্তব্য স্পষ্টভাবে ফুটিয়ে তোলার এক জরুরি হাতিয়ার হল স্লোগান। ১৯৪৭ সালের ১৫ অগস্ট দেশ স্বাধীন (Independence day 2022) হওয়ার আগে 'ইংরেজ, ভারত ছাড়ো' থেকে শুরু করে 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো'র মত স্লোগানে ভরে থাকত ভারতের (India) আত্মা। স্বাধীনতার (Independence day 2022) পরেও চিত্রটা বদলায়নি। কেবল, স্লোগানের অভিমুখটা বদলে গিয়েছে। স্বাধীনতার আগে যা ছিল ব্রিটিশদের প্রতি, স্বাধীনতার পরে সেটাই হয়ে দাঁড়ায় মূলত দেশ বা রাজ্য বা কোনও প্রতিষ্ঠানের শাসকের প্রতি।
তেমনই কিছু স্লোগান ফের দেখে নেবো আমরা।
১) মা-মাটি-মানুষ
পশ্চিমবঙ্গের তৎকালীন শাসক দল বামফ্রন্টকে ৩৪ বছর পর ক্ষমতাচ্যুত করার জন্য এই স্লোগানই হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের (TMC) মূল হাতিয়ার।
আরও পড়ুন: বাংলার বেশ কিছু গ্রামে কেন ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস পালিত হয়
২) জয় জওয়ান, জয় কিষান
সম্ভবত, স্বাধীন ভারতের (Independence day 2022) প্রথম সর্বজনপ্রিয় স্লোগান। যা বলেছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। ভারত-পাক যুদ্ধের পর তাঁর দেওয়া এই স্লোগান তখন দেশের ঘরে ঘরে প্রচারিত ছিল।
৩) ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া
কংগ্রেস নেতা দেবকান্ত বড়ুয়া দিয়েছিলেন এই স্লোগান। দেশের (Independence day 2022) তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গুরুত্ব বোঝাতে। সত্তর দশকে এই স্লোগান তুমুল জনপ্রিয় হয়। হজম করতে হয়েছিল প্রচুর সমালোচনাও।
আরও পড়ুন: স্বাধীনতা দিবস যেন বৈচিত্রের 'সেল'বন্ধন! অগাস্ট জুড়ে কেনাকাটায় বিশাল ছাড়
৪) গরিবি হঠাও
ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) দেওয়া এই স্লোগান সারা ভারতে সাড়া ফেলে দিয়েছিল। ১৯৭১ সালে কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে জয়ের নেপথ্যেও এই স্লোগানের ভূমিকার কথা মেনে নেন ঐতিহাসিকরা।
৫) 'ইন্দিরা হঠাও, দেশ বাচাও'
ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) বিরুদ্ধে ১৯৭৭ সালে জয়প্রকাশ নারায়ণের দেওয়া এই স্লোগানও আলোড়ন তুলেছিল দেশজুড়ে।
৬) এক শেরনি, শ লঙ্গুর, চিকমাগালুর ভাই চিকমাগালুর
দলে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi)
ক্ষমতা বোঝাতে রসিকতা করে ১৯৭৮ সালে এই ওয়ান লাইনারটি তৈরি করেছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবরাজ উরস।
৭) যব তক রহেগা সমোসে মে আলু, তব তক রহেগা বিহার মে লালু
এই অতি জনপ্রিয় স্লোগানটি লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) প্রচার চলাকালীন ব্যবহৃত হয়েছিল। অচিরেই তা মন জিতে নেয় লাখো বিহারি তথা কোটি কোটি ভারতীয়'র।
৮) বাচ্চা বাচ্চা রাম কা, জন্মভূমি কে কাম কা
অযোধ্যা আন্দোলনের সময় বিশ্ব হিন্দু পরিষদের (VHS) তৈরি এই স্লোগান নিতে তখন প্রভূত বিতর্ক হয়েছিল। তৈরি হয়েছিল সাম্প্রদায়িক হিংসার পরিবেশও।
৯) মিলে মুলায়ম-কাঁশিরাম, হাওয়া হো গয়ে জয় শ্রী রাম
বাবরি মসজিদ ধ্বংসের পর মুলায়ম-কাঁশিরাম সরকার গঠনের জন্য জোট করার সময় এই স্লোগানটি (Independence day 2022) দেওয়া হয়।
১০) বারি বারি সব কি বারি, অব কি বারি অটলবিহারী
১৯৯৬ সালে এই স্লোগানই কেন্দ্রে বিজেপিকে (BJP) প্রথমবার ক্ষমতায় নিয়ে আসে।
১১) ইন্ডিয়া শাইনিং
২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই স্লোগান (India Shining) আলোড়ন তৈরি করেছিল। যদিও, তা দলকে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আনতে পারেনি ওই সময়।
১২) সনিয়া নেহি ইয়ে আন্ধি হ্যায়, দুসরি ইন্দিরা গান্ধী হ্যায়
২০০৯ সালে কংগ্রেস (Congress) দলে এই স্লোগান প্রতিষ্ঠা করা হয় সনিয়া গান্ধীকে 'দ্বিতীয় ইন্দিরা গান্ধী' হিসেবে তুলে ধরার উদ্দেশ্যে।
১৩) অব কি বার, মোদি সরকার
সম্ভবত, গত এক দশকের সবথেকে জনপ্রিয় স্লোগান (Ab ki baar, Modi sarkar)। যা হিট হয়েছিল দেশজুড়েই। কেন্দ্রে প্রথমবার ক্ষমতায় বসিয়েছিল নরেন্দ্র মোদিকে।
১৪) মোদি হ্যায় তো মুমকিন হ্যায়
২০১৯ সালে মোদি সরকারকে (Modi hai to mumkin hain) দ্বিতীয়বার ক্ষমতায় এনেছিল এই জনপ্রিয় স্লোগান।