বুধবার সন্ধে থেকেই ফেসবুকে হঠাৎই সুইম সুটে নিজেদের ছবি আপলোডের হিড়িক! ব্যাপার কী? আসলে এ সবই জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ( St Xavier's University) নিয়ে তৈরি হওয়া বিতর্কের জের। ইন্সটাগ্রামে সুইম সুট পরা ছবির জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করেছে, এমনই অভিযোগ এক অধ্যাপিকার। সেই খবর সামনে আসতেই গত দিন দুয়েক হইচই পড়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় উঠেছে তীব্র নিন্দার ঝড়। প্রতিবাদের অংশ হিসেবে তৈরি হয়েছে #takethatxaviers প্রচার। সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে সুইম সুট পরা একের পর এক ছবিতে। শুধু মহিলারা নন, ওই হ্যাশট্যাগ ব্যবহার করে সুইমিং কস্টিউমে নিজেদের ছবি আপলোড করছেন পুরুষরাও।
বুধবার রাতে প্রথম হ্যাশট্যাগ ব্যবহার করে সুইম সুটে নিজের ছবি ফেসবুকে আপলোড করেন মনোবিদ এবং সমাজকর্মী রত্নাবলী রায় (Ratnabali Roy)। তারপরই একের পর এক ছবি আপলোড হতে থাকে।
Ditipriya Roy: পথশিশুদের সঙ্গে আনন্দের ভাগ, ২০ বছর পূর্ণ করলেন 'রানী মা' দিতিপ্রিয়া
অভিযোগকারিণী অধ্যাপিকা জানিয়েছেন, ইন্সটাগ্রামে সুইম সুটে তাঁর ছবি আপলোডের জন্য তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে ৯৯ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।