বসন্ত শেষেই ৪০ ছুঁয়েছিল বাংলার তাপমাত্রা। নতুন বছর পড়তেই তীব্র গরমে কার্যত পুড়ছে গোটা রাজ্য। তাপমাত্রা কোথাও ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, কোথাও আবার ৪০ ছুঁইছুঁই। চূড়ান্ত অস্বস্তি, ঘাম নিয়ে নাজেহাল রাজ্যবাসী। তাপমাত্রার সংগে সঙ্গেই চড়ছে সোশ্যাল মিডিয়ার পারদ। নেটদুনিয়ায় রাতদিন ভাইরাল হচ্ছে গুচ্ছের মিম। মিমের বিষয় একটাই, বঙ্গের বৈশাখী দাপট।
কোনও মিম (viral memes) বলছে দুবাই থেকে কলকাতা আসতে ভয় পাচ্ছেন লোকজন। কোনও মিম আবার বলছে নরকে গেলে যমরাজ আর জ্বলন্ত তেলে না ফেলে সোজা বাংলায় এনে ফেলবে। কেউ কেউ আবার বেশ রসিকতা করেই বরফের রাজ্যের ছবি পোস্ট করছে হাঁসফাঁস কষ্টের মাঝে।
Roosha Chatterjee: বিয়ের পরই অশান্তি? টেলি অভিনেত্রীর পোস্ট করা ছবিতে কীসের আভাস?
রাতারাতি জনপ্রিয় হচ্ছে একের পর এক হাতে 'গরম' মিম। দেদার শেয়ার ফরোয়ার্ড হচ্ছে সে সব। আকাশে বৃষ্টি নেই ছিটেফোঁটা, ওদিকে নেটপাড়ায়- কিন্তু মিম-বন্যা।