প্রায় বোরোলিনের মতোই। বলছি মিমের কথা। সোশ্যাল মিডিয়ার যুগে মিম, বঙ্গ জীবনের অঙ্গ। নানা সমসাময়িক বিষয় উঠে আসে মিমের বিষয় হিসেবে। এখন যেহেতু উৎসবের মরশুম, খুব স্বাভাবিক মিমেও থাকবে তারই দাপট। দুর্গা পুজো সংক্রান্ত নানান মিমে ছেয়ে গিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ।
বিগত বেশ কয়েক বছর ধরেই বাংলায় মহালয়া থেকেই ঠাকুর দেখার ভিড় বেড়েছে, চতুর্থীর দুপুরে মণ্ডপে ঠাসা ভিড় দেখে অষ্টমীর রাত বলে ভুল হয় সহজেই। সেসব নিয়ে তো মিম আছেই। তারপর রয়েছে চতুর্থী নিয়ে মিম।
Tala Pratyay: Editorji Exclusive: জীবনের গতিময়তাই পুজোর থিম, ভিড় বাড়ছে টালা প্রত্যয়ে
প্রতি বছর চতুর্থীর দিন এলেই শেয়ার হয় জয়বাবা ফেলুনাথ ছবির একটি সংলাপ। বহুচর্চিত সেই সংলাপ নিয়েও মিমের বন্যা। তারপর রয়েছে পুজোর মণ্ডপের নানা বৈশিষ্ট্য নিয়েও মিম।
সব মিলিয়ে মিম বিনা বাঙালি যেন মণি হারা ফণি।