গুয়াতেমালার দুই স্থানীয় ক্লাবের ফুটবল ম্যাচ (football match)! খেলা শেষ হতে আর মিনিট আটেক বাকি। চলতে চলতে হঠাৎ থেমে গেল ম্যাচ। মাঝমাঠে একটা সাপ (snake) দেখে খেলা থামিয়ে দেন রেফারি।
খেলা ফেলে সাপ দেখতে ছোটেন স্টপার-স্ট্রাইকাররা। কিন্তু এ তো যে সে সাপ নয়! বলা নেই, কওয়া নেই, মাঝ মাঠেই হঠাৎ তিড়িং বিরিং করে উঠল সাপ। ভয় পেয়ে তখন খেলোয়াড়রা যে যেখানে পারেন, চোঁ চ্যাঁ দৌড়!
পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হল পুলিশকে। তারপর বস্তাবন্দি করে মাঠছাড়া করা হল সাপটিকে।
সাপের খেলা শেষ হলে ফের শুরু হল সব খেলার সেরা ফুটবল।