আমাদের চারপাশে রোজ কত কী ঘটে, তার কোনওটা শুধুই ঘটনা, কালের নিয়মে হারিয়ে যায়, কোনওটা আবার মনে রেখে দেয় গোটা পৃথিবী, লেখা থেকে যায় ইতিহাসে। ২৫ জুলাই সেরকমই কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছিল সারা বিশ্বের নানা প্রান্তে।
কী কী ঘটেছিল ২৮ জুলাই?
১৯১৪ সালে আজকের দিনে ঘটেছিল এমন এক ঘটনা, যা সারা দুনিয়ার ইতিহাস ভূগোল সবই বদলে দিয়েছিল। বিভীষিকা, নৃশংসতার এক ভয়াবহ ছবি দেখেছিল গোটা দুনিয়া। মানব সভ্যতার ইতিহাসে এক কালো দিন। ১০৯ বছর আগে আজকের দিনে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। ৮৫ লক্ষের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন চার বছর ধরে চলা সেই যুদ্ধে।
27th July in history: প্রথমবার জনসমক্ষে 'টাইটানিক'-এর ধ্বংসাবশেষ, যশপাল রানার সোনা, ইতিহাসে ২৭ জুলাই
ফিঙ্গারপ্রিন্টের জনক, উইলিয়াম জেমস হার্শিল-এর জন্ম ১৮৫৮-এর ২৮ জুলাই। সরকারি দফতরের কাজ হোক, বা অপরাধী ধরা, সবেতেই এখন ফিঙ্গারপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপুর্ণ।
২৮ জুলাই দিনটি আরও একটি কারণে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এই দিনে জন্মেছিলেন হেপাটাইটিস বি ভাইরাসের টিকার আবিষ্কারক বারুক ব্লুমবার্গ। তাঁর স্মরণে প্রতিবছর এই দিনটিতে উদযাপিত হয় বিশ্ব হেপাটাইটিস ডে।