রোবটের আত্মহত্যা! তাও কি হয়? প্রায় কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা এমন ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে৷ বিপুল কাজের চাপ নিতে না পেরে গুমি সিটি কাউন্সিলের একটি যন্ত্রমানব নাকি 'আত্মহত্যা' করেছে! গত বৃহস্পতিবারের বিকেলের ঘটনা৷
রোবট সুপারভাইজার হিসাবে পরিচিত ওই যন্ত্রমানবটিকে কাউন্সিল বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলের মাঝখানে পড়ে থাকতে দেখা যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 'মৃত্যু'র আগে রোবটটি অদ্ভুত আচরণ করছিল৷ একটি নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছিল। ভাবটা এমন, যেন সেখানে কিছু আছে।
সিটি কাউন্সিলরের আধিকারিকরা 'মৃত' রোবটের ভাঙাচোরা অংশগুলি তুলে নিয়ে গিয়েছেন৷ 'মৃত্যু'র কারণ বিশ্লেষণ করবেন তাঁরা। কেন রোবটটি আচমকা পড়ে গেল, তার কারণ এখনও অজানা৷ তবে অনেকেই তার কাজের চাপকে দোষ দিচ্ছেন৷
আগস্ট ২০২৩ থেকে কাজ করছিল এই যন্ত্রমানব। কাগজপত্র ডেলিভারি করা থেকে শুরু করে যাবতীয় কাজ সে করত। তার নিজস্ব সিভিল সার্ভেন্ট অফিসারের কার্ডও ছিল। সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাজ করত সে। কর্মব্যস্ত যন্ত্রমানবটির অকস্মাৎ বিদায়ে মুষড়ে পড়েছেন সহকর্মীরা।