স্মার্টফোন না থাকলে মোবাইল মারফত টাকা লেনদেনের কথা ভাবাই যায় না। অধিকাংশ ক্ষেত্রে সমস্যায় পড়েন বয়স্করা। এবার নতুন একটি পেমেন্ট পরিষেবা চালু করল আরবিআই, যার জন্য স্মার্টফোন বাধ্যতামূলক নয়। এমন কী, ইন্টারনেটই বাধ্যতামূলক নয়।
সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে UPI123Pay।
কী ভাবে পেমেন্ট করতে হবে?
গ্রাহককে তার ফিচার ফোনটা দিয়েই প্রথমে আধার এবং অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে হবে।
একটি আইভিআর নম্বরে ফোন করে বিকল্প বাছতে হবে গ্রাহককে। অর্থাৎ টাকা ট্রান্সফার করতে চাইছেন, না মোবাইল রিচার্জ করতে চাইছেন, না গ্যাস বুক করতে চাইছেন, এসব জানাতে হবে।
টাকা লেনদেন করার জন্য যেই ব্যক্তিকে টাকা পাঠাতে চান তার নম্বর টাইপ করতে হবে স্ক্রিনে। এরপর দিতে হবে আপনার তৈরি করা UPI পিন নম্বর।
মার্চন্ট পেমেন্ট (যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বুকিং) করতে গেলে দুটি বিকল্প পাবেন। একটি অ্যাপের মাধ্যমে অন্যটি মিসড কলের মাধ্যমে। এছাড়াও দ্রুত লেনদেনের জন্য ভয়েস অপশনও দেওয়া হবে ফিচার ফোন গ্রাহকদের।