তিনি এলেন, দেখলেন এবং আশীর্বাদ করলেন। এবং নিজে আশীর্বাদ নিলেন শঙ্করাচার্যের থেকে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার আম্বানিদের বিয়েতে হাজির হয়ে নব দম্পতি অনন্ত এবং রাধিকাকে আশীর্বাদ করলেন মোদী। রূপো থালা সাজিয়ে উপহার তুলে দিলেন অনন্ত-রাধিকার হাতে।
আম্বানিদের বাড়িতে বিয়ে। গত কয়েকদিন ধরে অনেক তারকার আনাগোনা এই বিয়েকে কেন্দ্র করে। কিন্তু বিয়েতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু শনিবার নবদম্পতির আশীর্বাদ অনুষ্ঠানে হাজির হলেন তিনি। মোদীকে দেখে উৎফুল্ল হয়ে ওঠেন অনন্ত। প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন অনন্ত এবং রাধিকা। মার্চেন্ট পরিবারের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
এর পরেই দেখা যায় মঙ্গল উৎসবে হাজির হওয়া ধর্মগুরুদের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মঞ্চে বসে থাকা শঙ্করাচার্যের পা ছুঁয়ে প্রমাণ করেন প্রধানমন্ত্রী। আশীর্বাদ নিলেন মোদী। শনিবারের বিয়ের অনুষ্ঠানে গ্ল্যামার দেখা গেল জিও সেন্টারে। হ্যান্ডপ্রিন্টেট গোলাপি লেহেঙ্গায় নজর কাড়লেন রাধিকা। আবু জানি ও সন্দীপ খোসলার নকশাকাটা পোশাকেই দ্যুতি ছড়ালেন আম্বানীদের নতুন বউ। সোনার কাজে মোড়া মেরুণ রঙা বন্ধগলায় আর্শীবাদে সাজলেন অনন্ত।
এই অনুষ্ঠানেও হাজির ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানরা। ফ্যাশন, গ্ল্যামার আর আভিজাত্যে মোড়া রইল শনিবার অনন্ত-রাধিকার বিয়ের মঙ্গল উৎসব।