কিছুদিন আগেই ভারতে লঞ্চ করা হয়েছিল মিডরেঞ্জের ফোন পোকো X5 প্রো 5G মডেল। ফোনটি নিয়ে উত্তেজনার শেষ ছিল না ভক্তদের মধ্যে. রেশ কাটতে না কাটতেই ফের সেই মডেলটির সিবলিং ফোন নিয়ে বাজারে হাজির হল পোকো। নতুন মডেলের নাম পোকো X5 5G.
কালো, সবুজ এবং নীল, এই তিনটি রঙে বাজারে পাওয়া যাবে ফোনটি। সামনের ডিসপ্লের সেন্টারে পাঞ্চ হোল করে থাকছে ফ্রন্ট ক্যামেরাটি। ফোনের মাথায় থাকছে 3.5mm অডিও জ্যাক। 6.67 ইঞ্চির এএমওএলইডি ডিসপ্লেঢ় পাশাপাশি 8GB ব়্যাম ও 256 GB ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।
Partha Chatterjee-Arpita Mukherjee: ইশারায় বার্তা বিনিময়, চোখে চোখে কথা হল পার্থ-অর্পিতার
৬ জিবি+ ১২৮ জিবি মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়ান্ট মডেলের দাম ২০,৯৯৯ টাকা।