Manmohan Singh: 'প্রয়াত মনমোহন সিং', পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Updated : Apr 06, 2022 12:04
|
Editorji News Desk

 দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh) প্রয়াত (death news haox) বলে একটি পোস্ট করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।  (Partha Chatterjee) সেই ফেসবুক পোস্টে (Facebook Post) ঘিরে তোলপাড়। নাম না করে দলেরই মহাসচিবকে ধিক্কার জানিয়ে পাল্টা পোস্ট করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসও (Congress)।

মঙ্গলবার বিকেলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে মনমোহন সিংহের মৃত্যুসংবাদ সংক্রান্ত একটি পোস্ট হয়। পরে অবশ্য পোস্টটি ডিলিট করা হয়। তবে খবরের সত্যতা যাচাই না করে এভাবে দলের শীর্ষস্তরের নেতা কীভাবে ফেসবুকে এমন পোস্ট করলেন, তা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন পাল্টা আরেকটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুও কামনা করেছেন তিনি। 

 পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক থেকে হওয়া পোস্টটি প্রসঙ্গে কুণাল ঘোষ লেখেন ‘যাঁরা মৃত্যুসংবাদ ছড়ালেন এবং যাঁরা দায়িত্বজ্ঞানহীনের মতো সেই অপকীর্তিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিলেন, তাদের ধিক্কার জানাই।’ প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায় ফেসবুক পোস্ট করেন। মনমোহনের আত্মার শান্তি কামনা করে পার্থ চট্টোপাধ্যায়ের এই ফেসবুক পোস্ট বেশ কিছুক্ষণ পরে প্রত্যাহার করা হয়। 

পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট নিয়ে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের। ‘শিক্ষকের চাকরির পরীক্ষায় বিস্তর গরমিলের প্রভাব মস্তিস্কে পড়ে থাকলে দ্রুত আরোগ্য কামনা করি’। তৃণমূলের মহাসচিবকে দায়িত্বপূর্ণ হওয়ার পরামর্শ দিয়ে আক্রমণে প্রদেশ কংগ্রেস।

গত বছরে দু'বার করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৮ বছরের মনমোহন সিংহ। প্রকাশ্যে তাঁকে কমই দেখা যায় আজকাল। তবে বর্তমান কেন্দ্র সরকারের নীতির তীব্র সমালোচনা করেন নিয়মিত।  

Manmohan SinghFacebook Partha Chatterjeekunal ghosh

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?