বেশ কয়েকবছর আগে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছিল তাঁকে নিয়ে। ফের খবরের শিরোনামে এলেন পাকিস্তানের নীল চোখের চা-ওয়ালা (Pakistan viral blue-eyed chaiwala) আর্শাদ খান (Arshad Khan)।
এবার তিনি লন্ডনমুখী! নিজের হাতে কেটলিতে চা বানিয়ে মাটির ভাঁড়ে করবেন পরিবেশন। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং মুরিতে ক্যাফে রয়েছে তাঁর। যা রমরম করে চলে। এবার টেমসের তীরে দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে তুলে ধরবেন এই 'ইন্টারনেট সেনসেশন'।
২০১৬ সালে ফটোগ্রাফার জিয়া আলি একটি ছবি তুলেছিলেন আর্শাদ খানের। যা রীতিমত ঝড় তুলে দিয়েছিল সেই সময় অগণিত মানুষের হৃদয়ে। অচিরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান পাকিস্তানের নীল চোখের (Pakistan viral blue-eyed chaiwala) এই চা বিক্রেতা। তারপর থেকে কার্যত আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
আরও পড়ুন: মাঝরাস্তায় বসে থাকা ব্যক্তিকে চাপা দিয়ে দিল দ্রুতগতিতে ধেয়ে আসা গাড়ি,দেখুন ভিডিয়ো
ইতিমধ্যেই, লন্ডনের ইলফোর্ড লেনে চালু হয়েছে আর্শাদ খানের 'ক্যাফে চাওয়ালা'। রঙিন কেটলিতে পরিবশেন করা হবে অতি সুস্বাদু চা। বিক্রি করা হবে কেটলিও।