বিশ্ববিখ্যাত সফটওয়্যার সংস্থা ওর্যাকল কয়েকশো কর্মচারীকে ছাঁটাই করেছে। শুধু তাই নয়, ছাঁটাইয়ের সঙ্গেই চাকরির বহু অফার বাতিল করা হয়েছে। আর্থিক মন্দার কারণে আমেরিকাতে সংস্থার সব অফিসে খরচ কমানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।
সংস্থার কর্মীসূত্রে জানা গিয়েছে, আমেরিকার অপর বিখ্যাত সংস্থা সারনারকে কিনে ফেলার পর সেই সংস্থার সঙ্গে সরকারি একটি চুক্তি ব্যাহত হওয়ার ফলেই এই বিপুল পরিমাণে ছাঁটাই শুরু হয়েছে। গত ডিসেম্বরেই ২৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সারনারকে কিনে নিয়েছিল ওর্যাকল।
ওর্যাকল থেকে ছাঁটাই হওয়া কর্মীদের চার সপ্তাহের বেতন এবং ভ্রমণের জন্য প্রাপ্য অর্থ দেওয়া হবে বলে জানা গিয়েছে।