দূষণ নেই, আওয়াজ নেই , তেল খরচ নেই। এই মুহূর্তে বাজারে ইলেক্ট্রনিক্স যানবাহনের বিরাট চাহিদা। Ola electronics বাজারে আগেই এনেছিল ই-স্কুটার। বিপুল সাফল্যের পর এবার নিয়ে এল দুটি সাবস্ক্রিপশন প্ল্যান। নতুন প্ল্যান দুটির নাম Ola Care এবং Ola Care+। এই প্ল্যান সাবস্ক্রাইব করলে গ্রাহকরা পাবেন একাধিক সুবিধা। দুটি প্ল্যানের একটির দাম 1,999 টাকা এবং অন্যটি 2,999 টাকা। এখন প্রশ্ন হল এই প্ল্যানে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা।
Ola Electric Scooter কেনার পর যাঁরা এই প্ল্যান রিচার্জ করবেন তারা পাবেন বিনামূল্যে স্কুটার সার্ভিসিং-য়ের পরিষেবা। এছাড়া Ola Care Plan Recharge করা থাকলে বাড়ি বসে পাবেন ,হোম পিকআপ অ্যান্ড ড্রপ, থেফ্ট অ্যাসিস্ট্যান্স এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্স এর মতো পরিষেবাও। Ola Care+ প্ল্যানে থাকছে বার্ষিক ভিত্তিতে ই-স্কুটারের হেল্থ চেক-আপ, ফ্রি হোম সার্ভিস, পিকআপ/ড্রপ ফেসিলিটি, ফ্রি কনজ়িউমেবল এবং 24X7 ডাক্তার ও অ্যাম্বুল্যান্স পরিষেবা। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হলেও মিলবে পরিষেবা।