গত কয়েকদিন ধরে খবরের কাগজের শিরোনামে, টিভির ব্রেকিং-এ, সোশ্যাল মিডিয়াজুড়ে শুধু তাঁদেরই চর্চা। একজন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), আরেকজন পার্থ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Chatterjee)। অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা। পার্থ-অর্পিতা, দুজনকেই গ্রেফতার করেছে ইডি। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে আর পাঁচটা ঘটনার মতোই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা, ভাইরাল হয়েছে বেশ কিছু মিম, যার মধ্যে একাধিক খুব রুচিসম্মত নয়। এবার সেই নিয়ে সোচ্চার বাংলার নেটপাড়ার একাংশ।
তদন্তাধীন বিষয় নিয়ে অশালীন, কুরুচিকর মিম তো আসলে সাধারণ মানুষের স্খলনেরই পরিচয়। ক্রমশ সে সব মিমের বিরুদ্ধে জোরালো হচ্ছে প্রতিবাদ। নেটিজেনদের একাংশ বলছেন, এসএসসিকাণ্ডে ঠিক কতটা দুর্নীতি হয়েছে, রাজ্য সরকারের তাতে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয় ছিল কিনা, সাধারণ মানুষের টাকা ভোগ করেছেন কারা, সে সব নিয়ে আম জনতার মাথাব্যথা কম। বরং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্কের 'ঘনিষ্ঠতা' নিয়ে সরস গল্পে মজে বাঙালি।
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের ওজন ১১১ কেজি! আর কী রয়েছে মেডিক্যাল রিপোর্টে?
রুমেলিকা কর নামের এক ফেসবুক ইউজার লিখছেন, মহিলা পার্থ চট্টোপাধ্যায়ের সাথী হতেও পারেন, নাও পারেন। হলেও এটা দুর্নীতি, না হলেও এটা দুর্নীতি। উনি সাথী হলেন কী না হলেন সেটা দিয়ে দুর্নীতির লেভেল টা বদলায় না। পার্থ চট্টোপাধ্যায় টাকাগুলো ওই মহিলার ঘরে না রেখে চিলেকোঠার দেওয়ালে পুঁতে রাখলেও দুর্নীতিই হত। আই রিপিট উনি সাথী হলেন কী না হলেন সেটা দিয়ে দুর্নীতির লেভেল টা বদলায় না।'
চলচ্চিত্র পরিচালক অয়ন চক্রবর্তীর ফেসবুক পোস্ট বলছে, মহিলা পার্থ চট্টোপাধ্যায়ের সাথী হতেও পারেন, নাও পারেন। হলেও এটা দুর্নীতি, না হলেও এটা দুর্নীতি। উনি সাথী হলেন কী না হলেন সেটা দিয়ে দুর্নীতির লেভেল টা বদলায় না। পার্থ চট্টোপাধ্যায় টাকাগুলো ওই মহিলার ঘরে না রেখে চিলেকোঠার দেওয়ালে পুঁতে রাখলেও দুর্নীতিই হত। আই রিপিট উনি সাথী হলেন কী না হলেন সেটা দিয়ে দুর্নীতির লেভেল টা বদলায় না"।