রবিবার ছিল দীপাবলি। সারা দেশ আলোর উৎসবে মেতে উঠেছিল। তবে আলোর উৎসবের দিনেই নাসা পাঠাল এক আরও বড় উদযাপনের ছবি। দেশে নয়, মহাদেশে নয়, মহাশূন্যে কেমন চিরকালীন দীপাবলি চলে, তারই এক টুকরো মুহূর্ত আমাদের উপহার দিল নাসা, মার্কিন মাহাকাশ গবেষণা সংস্থা।
কত দূরে সেই উদযাপন? পদার্থ বিদ্যার হিসেব বলছে, ৩০ হাজার আলোক বর্ষ দূরের। আলোয় আলোয় সেজে আছে আকাশ গঙ্গা ছায়াপথ। শক্তিশালী হাবল টেলিস্কোপ সেই ছবি তুলে এনেছে। নাসার সমস্ত সোশ্যাল মিডিয়া পড়োফাইলে শেয়ার করা হয়েছে সেই ছবি।
GoldAnd Silver Price: কালী পুজো পেরোতেই সোনায় সোহাগা, কতটা কমল সোনা-রুপোর দাম?