তাঁর নামই ছিল ক্যাপ্টেন কুল। ঠাণ্ডা মাথার মানুষ মাহি। সঙ্গে মনটাও উদার, যাকে বলে বড়ে 'দিলওয়ালে'। এক উঠতি কিশোর লিফট দিলেন মাহি (MS Dhoni)। নিজের ইয়ামাহার পেছনে বসিয়ে পৌঁছে দিলেন গন্তব্যে। রাঁচির সেই ভিডিয়ো মুহুর্তে ভাইরাল।
খুব সম্ভবত, ক্রিকেটের প্রশিক্ষণ সেশনের শেষে ওই তরুণকে বাড়ি পৌঁছে দেন মাহি। প্র্যাকটিস সেশনের শেষে ওই কিশোরের ক্রিকেটারের কিটটাও নিজের বাইকে চাপাতে দেখা যায় ধোনিকে। তাঁর জীবনে এমন একটা দিন আসবে, কলপনাও করতে পারেনি সেই কিশোর, অপ্রত্যাশিত সেই মুহূর্তে কিছুটা অস্বস্তি, কিছুটা মুগ্ধতা ঘিরে রেখেছিল তাঁকে।
Christiano Ronaldo: মেসি-এম্বাপেরা আছেন, ফিফার বর্ষসেরার মনোনয়নে বাদ রোনাল্ডো
আরও একবার প্রমাণিত হল, এত জনপ্রিয়তা, খ্যাতি, এত নামডাকের পরেও ধোনির পা আজও মাটিতেই।