এতদিন শুধু জন্ম তারিখ, আর সাল দিতে হতো। এবার ইন্সটাগ্রাম তার গ্রাহকদের বয়স যাচাই করতে দেখতে চাইবে বৈধ পরিচয়পত্র। আপলোড করে দিতে হবে।
২০১৯ এ একবার এই নিয়ম চালু করা হয়েছিল, কিন্তু চলেনি। এবার বয়স যাচাই করতে তিন রকমের বিকল্প এনেছে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ। ইউজার তাঁর ভিডিও সেলফি দিলে সেখান থেকে বয়স যাচাই করে নেওয়া হবে। অথবা, নতুন ইউজারের কোনও বন্ধু, যার বয়স ১৮-এর ওপরে, তাঁকে বয়স ভ্যালিডেট করতে হবে। তৃতীয় বিকল্প হল, নতুন ইউজারকে বৈধ পরিচয়পত্র আপলোড করতে হবে।
ভিডিও সেলফিটি ফেস রেকগনিশন সিস্টেমের মাধ্যমে যাচাই করে বয়স জানা হবে ইউজারের। তবে ৩০ দিনের মধ্যে ইউজারের সব তথ্য মুছেও ফেলা হবে বলে আশ্বাস দিয়েছে ইন্সটাগ্রাম।
গত বছর এক সমীক্ষায় ধরা পড়ে, ১৩ বছরের নিচে বয়স, এমন ৪০ শতাংশ শিশু ইন্সটাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।