কারও বুদ্ধির দৈন্য বোঝাতে আমরা হামেশাই 'কুকুর-বিড়ালের মতো বুদ্ধি' কথাটা ব্যবহার করে থাকি। এবার সেই ব্যবহারে রাশ টানতে হবে! বিশ্ববিখ্যাত সংস্থা মেটা-র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের প্রধান ইয়ান লেকুন সম্প্রতি জানিয়েছেন, এআই-এর থেকে বেশি বুদ্ধিমান কুকুর-বিড়াল!
তিনি আরও বলেন, মানুষের মতো বৌদ্ধিক ক্ষমতা এআই-এর নেই। শুধু তাই নয়, এআই-এর বুদ্ধির মান এমনকি কুকুর-বিড়ালের থেকেও কম।
তাঁর কথায়, বহু ক্ষেত্রেই এআই-এর ক্ষমতা এখনও সীমিত। বাস্তব দুনিয়ার বহু কিছুই এখনও এআই-এর করায়ত্ত নয়। এআই আপাতত টেক্সটের মাধ্যমেই প্রশিক্ষণ পাচ্ছে।