প্রাক্তন স্ত্রী-এর টিকটক ভিডিও সহ্য করতে না পেরে খুন করে পরে নিজে আত্মঘাতী পাক যুবক। ৭০০ কিলোমিটার গাড়ি চালিয়ে এসে তাঁকে গুলি করে খুন করলেন আমেরিকা প্রবাসী রাহিল আহমদ নামে ওই ব্যক্তি। মৃতার নাম সানিয়া খান (২৯)।
আমেরিকার লিওনিসে গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে। রাহিল সানিয়ার বাড়ি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘরের ভিতর থেকে দু’টি গুলির শব্দ শুনতে পায় পুলিশ। প্রথমে সানিয়াকে লক্ষ্য করে গুলি চালান রাহিল। এর পর অন্য ঘরে গিয়ে একই পিস্তলের গুলিতে আত্মঘাতী হন।
ED Raid In Arpita's Office : পার্থর বাড়ি থেকে উদ্ধার নথি, কসবায় অর্পিতার অফিসে ইডির তল্লাশি
পুলিশ সূত্রে জানা গিয়েছে,। গত বছরই রাহিল আহমদ নামে ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়। এই বছরের মে মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে। জোর করে কোনও বৈবাহিক সম্পর্কে থাকায় বিশ্বাসী ছিলেন না সানিয়া। দক্ষিণ এশিও মহিলাদের নানা সামাজিক সমস্যা নিয়ে নিয়মিত মুখ খুলতেন তিনি, টিকটক ভিডিওতে দিতেন নানা বার্তা। সে সব কারণেই ক্ষোভ জমতে থাকে তার প্রাক্তন স্বামীর। আগেও সানিয়ার উপর গুলি চালিয়েছিলেন রাহিল। তবে সেই বার তিনি সফল হননি।
বিবাহবিচ্ছেদের পর পরিবারও সানিয়ার পাশে তেমন ভাবে দাঁড়ায়নি বলেই খবর। ঘটনার পর অবশ্য ফেসবুকে হায়দার ফারুক খান নামের এক ব্যক্তি নিজেকে সানিয়ার বাবা হিসেবেই পরিচয় দেন। কিন্তু মেয়েকে হত্যা করা হয়েছে, এমন উল্লেখ না করে ফারুক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তাঁর মেয়ে প্রয়াত হয়েছেন। এই পোস্টও সানিয়া এবং তাঁর পরিবারের মধ্যে দুরত্বের তথ্যই প্রমাণ করে বলে নেটিজেনদের ধারণা।