Independence Day: মাউন্টব্যাটন ভারত ছাড়লেন, 'ইন্ডিয়া' তাঁকে ছাড়ল কই? নাতনির নামে জড়িয়ে থাকল স্মৃতি

Updated : Aug 14, 2023 18:56
|
Editorji News Desk

শাসকের সবটুকুই শোষণ? দু'শ বছরের পরাধীনতার শেকল ছিঁড়ে ভারত স্বাধীন হল ১৯৪৭ সালের ১৫ অগাস্ট (15th August, 1947)। ভারত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছাড়লেন লর্ড এবং লেডি মাউন্টব্যাটন (Lord Mountbatten and Edwin Mountbatten), তার দু' দশক পর এক ফুটফুটে কন্যা সন্তান জন্মাল মাউন্টব্যাটন দম্পতির মেয়ে পামেলার। নাম রাখা হল, ইন্ডিয়া (India Hicks)।

ব্রিটিশ রাজ পরিবারের ঘনিষ্ঠ পামেলা (Pamela Mountbatten) নিজের মেয়ের নাম রাখলেন ইন্ডিয়া, যে দেশে কেটেছিল তাঁর নিজের শৈশব-কৈশোর। ইন্ডিয়া হিক্স। ব্রিটেনের জনপ্রিয় ডিজাইনার, তাঁর নামের সঙ্গে চিরকালের মতো জড়িয়ে গেছে এক ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস। 

১৯৬৭ সালের ৫ সেপ্টেম্বর, যখন সেই ইন্ডিয়ার জন্ম হচ্ছে, ভারতের স্বাধীনতা তখন দু'দশক পেরিয়ে সাবালক হচ্ছে, গায়ে লেগে আছে স্বাধীনতার গন্ধ। মাউন্টব্যাটন দম্পতি, নাকি সদ্য মা হওয়া পামেলা, কে সদ্যোজাতর নাম রাখলেন ইন্ডিয়া, জানা যায় না। তবে ইন্ডিয়া কেন? তা বুঝতে বাকি থাকে না। 

Independence Day 2023: মাউন্টব্যাটনের 'লাকি' দিন, তাই ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস?

লর্ড মাউন্টব্যাটেন, তাঁর আসল নাম লুইস ফ্রান্সিস অ্যালবার্ট ভিক্টর নিকোলাস মাউন্টব্যাটেন, ভারতের শেষ ভাইসরয়, সেই অর্থে পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যেবাদের শেষ মুখ, অধিকাংশ ভারতীয় নাগরিকের কাছে তিনি হিরো নন, সাতচল্লিশেই দেশ ছাড়লেন মাউন্টব্যাটেন দম্পতি, কিন্তু 'ইন্ডিয়া' তাঁদের ছাড়ল কই? ইন্ডিয়া হিক্স, তাঁর নাম আজীবন বয়ে চলল এক ইতিহাস, দু'শ বছরের এক ইতিহাস। এই ভার বয়ে চলা নেহাত কম কথা? ইন্ডিয়া হিক্সকেও যেন মনে রাখে এই দেশ। 

মা পামেলা, দিদা এডুইনার মতো ইন্ডিয়ারও ভারতীয় মহিলাদের প্রতি সম্ভ্রম অগাধ।  ১৯৯৫ সালে গ্লিটজি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্ডিয়া বলেছিলেন, 'এ দেশে কিছু একটা আছে, এ দেশে একজন ভিক্ষুকের চোখের তারাও কথা বলে'। 

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?