বড়দিন এসেই গেছে, সান্টা ক্লজের কাছে এবার নিজের পছন্দের জিনিস চাওয়ার সময় এসে গেছে। কেউ চাইছে খেলনা, কারোর চাই চকোলেট। কিন্তু আট বছরের এমি? তার কী সখ? নিজের জন্য কিচ্ছু চায়নি সে, বরং অর্থ কষ্টে থাকা বাবা-মায়ের জন্য কিছু টাকা চেয়ে চিঠি লিখেছে সান্টার কাছে।
সম্প্রতি টুইটারে একটি চিঠির ছবি ভাইরাল হয়েছে।বাবা মা-কে অর্থ কষ্টে দেখে ছোট্ট এমিরও মন খারাপ। তাই সান্টার কাছে নিজের জন্য কিছুই চাইল না এমি। শুধু বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে সান্টা যদি কিছু করতে পারে, অনুরোধ করেছে।
টুইটারে এই চিঠির ছবি ভাগ করে নিয়েছেন এমির মাসি। স্বাভাবিক ভাবেই এমির এই চিঠি মন ভিজিয়েছে নেটিজেনদের।