Independence Day 2022: 'সর্দার উধম' থেকে 'শেরশাহ'- সাম্প্রতিককালের কয়েকটি জনপ্রিয়তম দেশাত্মবোধক ছবি

Updated : Aug 19, 2022 16:41
|
Editorji News Desk

স্বাধীনতা দিবসের ৭৫ বছর। তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তেই চলছে প্রস্তুতি। তার মধ্যেই আমরা ফিরে দেখব সম্প্রতি মুক্তি পাওয়া সেইসব বলিউড সিনেমার কথা, যেগুলি 'দেশাত্মবোধক ছবি'র নতুন আঙ্গিক তৈরি করেছে।

সর্দার উধম (২০২১)

সুজিত সরকার পরিচালিত ভিকি কৌশল অভিনীত এই ছবিটি গত বছর মুক্তির পরেই সাড়া ফেলে দেয় দর্শক ও সমালোচকমহলে। সর্দার উধম সিংয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দৃশ্য। যা দেখে শিহরিত হয়েছিল প্রতিটি দর্শক।  এই নারকীয় হত্যাকাণ্ডের মূল কাণ্ডারী পাঞ্জাবের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও'ডায়ারকে হত্যার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন উধম বছরের পর বছর ধরে, তা নিয়েই এই ছবি।

শেরশাহ (২০২১)

এই ছবিটিও আসলে এক বিশেষ ভারতীয়'র জীবনের ওপর ভিত্তি করে তৈরি। তিনি হলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। পরমবীর চক্রে ভূষিত এই ক্যাপ্টেন কীভাবে সামনে থেকে লড়াই করেছিলেন কার্গিল যুদ্ধে এবং জয় করেছিলেন শত্রুশিবির, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে ছবিটিতে। গত বছরের অন্যতম সুপারহিট এই ছবিতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি প্রমুখ। 

ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া (২০২১)

অজয় দেবগণ অভিনীত এই ছবিটি ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সময়ের একটি ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। মাত্র ৭২ ঘণ্টায় ৩০০ স্থানীয় মহিলার সাহায্যে কীভাবে একটা এয়ারস্ট্রিপ পুনর্গঠন করা হয়েছিল, তা নিয়েই এই ছবি। বক্স-অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি।

মেজর (২০২২)

মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনকে মনে আছে? ২০০৮ সালে যিনি আজমল কাসভদের জঙ্গিবাহিনীর সঙ্গে বীরবিক্রমে লড়াই করেছিলেন তাজমহল হোটেলে পণবন্দিদের উদ্ধার করার জন্য। সেই লড়াই চলাকালীনই তিনি মারা যান। তাঁকে এই স্মরণ করেই এই ছবি। দক্ষিণের জনপ্রিয় নায়ক অদিভি সেশ অভিনয় করেন মুখ্যচরিত্রে। ছবিটিতে আছেন সভিতা ধুলিপালা এবং প্রকাশ রাজও।

রাজি (২০১৮)

মেঘনা গুলজার পরিচালিত আলিয়া ভাট অভিনীত এই ছবিটি মন জিতেছিল সব ধরনের দর্শকদের। এক সাধারণ মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। যে চরিত্রের নাম ছিল সেহমত খান। যাকে দেখলে বোঝাই যাবে না যে সে আসলে এক দুর্ধর্ষ গুপ্তচর। র এজেন্ট। স্রেফ দেশের কথা ভেবেই যে বিয়ে করেছিল পাকিস্তানের সেনাবাহিনীর এক বড় আধিকারিকের সন্তানকে।

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক (২০১৯)

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। যা মুক্তি পাওয়ার পরেই দেশজুড়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। 'হাউ ইজ দ্য জোশ' স্লোগানে মুখরিত হয়েছিল সিনেমাহল থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তর। ভারতীয় সেনাদের উরি শিবিরে জঙ্গিহামলা এবং তারপর ভারতের প্রত্যুত্তরের ওপর ভিত্তি করে তৈরি ছবিটিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম প্রমুখ। এই ছবিটি ব্যবসায়ীক দিক দিয়ে হিন্দি ছবির ইতিহাসের সর্বকালের সফল ছবিগুলির মধ্যে দশমতম।

কেসরি (২০১৯)

১৮৯৭ সালে মাত্র ২১ জন শিখ লড়াই করেছিলেন ১০ হাজার আফগানের বিরুদ্ধে। যে ঐতিহাসিক ঘটনা 'ব্যাটল অব সারাগাঢ়ি' নামে খ্যাত। ওই ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল এই ছবিটি। ছবিটিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া।

Independence Day 2022IndiaFilms

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?