International Language day: প্রাচীনতম ভাষা কোনটি, কোন ভাষা দ্রুততম, জেনে নিন দুনিয়ার বিভিন্ন ভাষা নিয়ে

Updated : Feb 20, 2022 17:11
|
Editorji News Desk

দিনটা ছিল ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ওই দিন ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক ভাষা দিবস’ (International Language Day) বলে ঘোষণা করে ইউনেসকো। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারিতে (International Language Day) প্রথমবার আন্তর্জাতিক স্বীকৃতিটিকে সঙ্গে নিয়ে পালিত হল এই বিশেষ দিনটি। তারপর থেকে সারা বিশ্বেই মহা সমারোহে পালন করা হয় এই দিনটি।

তবু, অন্ধকার থেকে যায় প্রদীপের নিচে। ভাষা (Language) নিয়ে এত উৎসাহের মাঝেই এই বিশ্বের ভাষা মানচিত্র থেকে ক্রমে মুছে যেতে থাকা একের পর এক ভাষা। তার পাশাপাশিই রয়ে গিয়েছে ১৩০ কোটিরও বেশি মানুষের কথা বলার ভাষা (Language)। অজস্র আকর্ষণীয় তথ্যের (Interesting facts about languages) সমাহারে ভরে রয়েছে এই দুনিয়ার বহু ভাষা।

আরও পড়ুন: দুবাইয়ের ফুলের বাগানে, কফি শপে সময় কাটাচ্ছেন ঋতাভরী, দেখুন সেই ছবি...

 ১) আফ্রিকার ক্যামেরুনের বুসু ভাষাটিতে (Bussu Language) মাত্র ৮ জন মানুষ কথা বলতেন ১৯৯৬ সালে। ২০০৫ সালে এই সংখ্যাটি কমে দাঁড়ায় ৩ জনে।

২) আমেরিকার কোনও সরকারি ভাষা নেই (No official language in USA)। বহু মানুষ যদিও ওই দেশের সরকারি ভাষাকে ইংরেজি বলে ভুল করেন। তবে, আদতে তা নয়।

৩) কোনও ভাষায় কেউ কোনও কথা না বললে বা লিখলে তাকে ‘বিলুপ্ত’ বলে ঘোষণা করা হয়। এভাবেই ২৪১’টি ভাষা (241 Languages) মুছে গিয়েছে পৃথিবীর মানচিত্র থেকে।

৪) এই মুহূর্তে পৃথিবীতে মোট ৭,১১১’টি ভাষায় বেঁচে রয়েছে। তাদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি ভাষায় কথা বলেন ১ লক্ষের কম মানুষ।

৫) এই পৃথিবীতে সবথেকে বেশি ভাষা রয়েছে পাপুয়া নিউগিনিতে (Papua New Guinea)। মোট ৮৪১’টি ভাষা রয়েছে ওই ছোট্ট দেশটিতে।

৬) সুমেরিয়ান ভাষাকে (Sumerian language) প্রাচীনতম লেখ্য ভাষা হিসেবে ধরা হয়। ৩,৫০০ খ্রীষ্টপূর্বাব্দে প্রথম এই ভাষার ব্যবহার শুরু হয়।

৭) সংক্ষিপ্ততম বর্ণমালা রয়েছে পাপুয়ান ভাষায় (Papuan Language)। মাত্র ১১’টি বর্ণ রয়েছে ওই বর্ণমালায়।

৮) বস্ক ভাষার সঙ্গে আর কোনও ভাষার কোনও সম্পর্ক নেই। এই ভাষায় কথা বলা কয়েকজন মানুষ থাকেন স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে।

৯) সবথেকে বেশি সংখ্যক মানুষ কথা বলেন চিনের ম্যান্ডারিন (Mandarine language) ভাষায়। ১৩০ কোটির’ও বেশি মানুষ কথা বলেন এই ভাষাটিতে।

১০) সবথেকে দ্রুত কথা বলেন জাপানি ভাষা (Japanese) ব্যবহারকারী মানুষ। তাই ওটিকে 'দ্রুততম ভাষা' বলে অভিহিত করা হয়।

১১) ইন্টারনেটের জনপ্রিয়তম দুই ভাষা হল যথাক্রমে ইংরেজি (English) এবং ফরাসি (French)।

language

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?