মা-বাবা হলেন কেরালার রূপান্তরকামী যুগল জ়াহাদ- জিয়া। কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার সকালে শিশুটির জন্ম হয়। জিয়া জানিয়েছেন তাঁদের সন্তান এবং জাহাদ দুজনেই সুস্থ রয়েছেন।
নারী শরীর নিয়ে জন্ম নিলেও বরাবর পুরুষ হতে চেয়েছিলেন ২৩ বছরের জাহাদ। একুশের জিয়াও চেয়েছিলেন নারী হতে। হরমোন থেরাপি চলছিল দুজনের। তার মাঝেই আশ্চর্য ভাবে অন্তঃসত্ত্বা হন জাহাদ। দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সন্তান জন্মাবার খবর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সদ্য বাবা-মা হওয়া জিয়া-জাহাদরা। ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জ়াহাদ-জিয়া। সমাজের নানা প্রতিকূলতার বিরুদ্ধে জিয়া-জাহাদের লড়াইয়ে জারা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।