Jio Mart on WhatsApp: এবার হোয়াটসঅ্যাপেই হবে মুদিখানার বাজার, মেটার সঙ্গে যৌথ উদ্যোগ জিও মার্টের

Updated : Sep 07, 2022 13:52
|
Editorji News Desk

এবার হোয়াটসঅ্যাপেই (Whats App) মুদিখানার বাজার করতে পারবেন গ্রাহকরা। এমনই এক পরিষেবা আনল জিও মার্ট। এন্ড টু এন্ড শপিং এক্সপেরিয়েন্স (End to End Encrypted) পাবেন ক্রেতারা। হোয়াটসঅ্যাপের মধ্যেই জিও মার্টের (Jio Mart) যাবতীয় দ্রব্যের তালিকা দেখে নেওয়া যাবে। আইটেম কার্টে যুক্ত করে পেমেন্টের মাধ্যমে কিনে নিতে পারবেন ক্রেতারা।

একটি নির্দিষ্ট নম্বরে 'হাই' লিখলেই শপিং বা কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতারা। জিও মার্টের নম্বরটি হল 917977079770। এই নম্বর আপনার হোয়াটসঅ্যাপে সেভ করা থাকলেই চ্যাটবটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সব হাতের মুঠোয় পেয়ে যাবেন আপনি। ২০২০ সালে একসঙ্গে যুক্ত হয়েছিল মেটা ও জিও প্ল্যাটফর্ম। এবার তাদেরই যৌথ উদ্যোগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিও মার্ট থেকে কেনার সুবিধা পাওয়া যাবে। যদি আপনি এর আগে কখনও অনলাইনে কেনাকাটা না করে থাকেন, তা হলেও কোনও অসুবিধা হওয়ার কথা নয়। সহজ পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিও মার্ট সার্ভিস চালু হচ্ছে। তবে এই পরিষেবা শুধুমাত্র ভারতীয় গ্রাহকদের জন্যই চালু হচ্ছে। বলাই যায়, এই পরিষেবার জন্য জিও মার্টের গ্রাহক সংখ্যা অনেকটাই বাড়বে। জনপ্রিয় হবে এই উদ্যোগ।

আরও পড়ুন: লক্ষীলাভে অম্বানীকে দশ গোল আদানীর, বিশ্বসেরা ধনীর তালিকায় এখন তৃতীয় গৌতম

এদিকে দীপাবলির আগে অক্টোবরেই ভারতে প্রথম ৫জি পরিষেবা চালু করছে রিলায়েন্স জিও। প্রথম দফায় ৪টি শহরে চালু হবে ৫জি নেটওয়ার্ক। সেই তালিকায় আছে কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বই। ২০২৩ সালে ডিসেম্বর মাসে সারা ভারতে জিওর ৫জি পরিষেবা চালু হয়ে যাবে। পাশাপাশি জিও ৫জি ফোনও লঞ্চ করতে চলেছে। তবে এই ফোন আগামী বছর আসছে। দাম হতে পারে ১৫ হাজার টাকার কম। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট থাকতে পারে। গুগলের সঙ্গে পার্টনারশিপে এই ফোন তৈরি করছে রিলায়েন্স। 

WhatsApp ShoppingWhatsApp businessjio martReliance 5GWhatsapp

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?