ডাব্লুডাব্লুই ম্যাচ (WWE- Match)। তাও আবার চলন্ত ট্রেনে। সাক্ষী থাকলেন ট্রেনে উপস্থিত যাত্রীরা। কী ভাবছেন এমনটাও সম্ভব? শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে। আর সেই ম্যাচে দেখা গিয়েছে বিখ্যাত দুই রেসলার (Japanese wrestlers) মিনোরু সুজুকি (Minoru Suzuki) এবং সানশিরো তাকাগিকে (Sanshiro Takagi)।
আসলে ঘটনাটি ঘটেছে জাপানের বুলেট ট্রেনে। বিবিসির রিপোর্ট অনুযায়ী, টোকিওর ডিডিটি প্রো-রেসলিং সংস্থা বুলেট ট্রেনের কামরায় এই লড়াইয়ের আয়োজন করেছিল। যা দেখতে রীতিমতো টিকিট কেটে হাজির হয়েছিলেন যাত্রীরা। যে টিকিট বিক্রি হয়ে গিয়েছিল মাত্র তিরিশ মিনিটেই।
আরও পড়ুন - খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৯ মাসের শিশু! আজব কাণ্ড পাকিস্তানে
টোকিও থেকে নাগাওয়া যাত্রাপথে চলে এই লড়াই। যা দেখতে হাজির হয়েছিলেন মোট ৭৫ জন যাত্রী। সেই সময়েই সুজুকি এবং তাকাগির ধুন্ধুমার লড়াই মুঠোফোন বন্দি করা হয়েছে। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।