এবার বড়সড় বদল আসতে চলেছে ইনস্টাগ্রামে (Instagram)। এবার ভিডিয়ো কন্টেন্টের দিকে বেশি জোর দিচ্ছে মেটা (Meta)। নতুন রিমিক্স, নতুন টেম্পলেট দিতে চলেছে ইনস্টাগ্রাম। ১৫ মিনিটের কম মেয়াদের ভিডিও রিলস (Instagram Reels) হিসেবে ধরা হবে। বিজ্ঞাপন হিসেবেও ব্যবহার করা যাবে রিলস।
রিমিক্স
এবার ইনস্টাগ্রামের অন্যতম ফিচার রিমিক্স। অন্য ব্যবহারকারীদের ভিডিয়োতে রিয়াক্ট করতে পারবেন যে কেউ। যে কোনও ফটোকে ব্যবহার করে রিল রেকর্ড করা যাবে।
টেম্পলেট
এবার নতুন নতুন টেম্পলেটও দেবে ইনস্টাগ্রাম। থাকছে সবুজ স্ক্রিন, স্পিল্ট স্ক্রিন, পিকচার ইন পিকচার রিয়েকশন। টেম্পলেটে প্রিলোডেড অডিয়ো ও ক্লিপ থাকবে। সেখানে ছবি বা ভিডিয়ো দেওয়া যাবে। ডুয়াল টেম্পলেটে একসঙ্গে ফ্রন্ট ক্যামেরা ও ব্যাক ক্যামেরায় ভিডিয়ো রেকর্ড করা যাবে। ইনস্টাগ্রামে রিলস ট্যাবে ক্যামেরা আইকনে ক্লিক করলে এই ফিচার ব্যবহার করা যাবে।
ভিডিয়ো থেকে রিলস
ইনস্টাগ্রামে এখন যে কোনও ভিডিয়ো এখন রিলসে অটোকনভার্ট হয়ে যাবে। তবে ভিডিয়ো ১৫ মিনিটের ছোট হতে হবে। পরবর্তীকালে ভিডিয়ো এবং রিল, দুটি ট্যাব একই সঙ্গে সংযুক্ত হয়ে যাবে।
আরও পড়ুন: ফেসবুক থেকে চলে যাচ্ছে ফেসিয়াল রেকগনিশন, থাকছে মেটাভার্সে
বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত হবে রিলস
ইনস্টাগ্রামের মধ্যে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা যাবে রিলস। যাতে কোনও ব্যবহারকারী রিলসকে প্রমোট করতে পারে। তবে রিলস বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে গেলে তা ১০০ শতাংশ অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবং ৬০ সেকেন্ডের কম সময়ের হতে হবে। ভিডিও ফরম্যাট ভার্টিকাল রেশিওতে হতে হবে। ইনস্টাগ্রামের ফিডে, স্টোরিতে ও রিল ট্যাবে দেখা যাবে বিজ্ঞাপনটি। দেখা যাবে এক্সপ্লোরার পেজেও।