বার্বির (Barbie) জনপ্রিয়তা ধীরে ধীরে বদলেছে ট্রেন্ডে। আর সেই ট্রেন্ড বজায় রেখে মোদী (Narendra Modi), মমতা (Mamata Banerjee), রাহুল (Rahul Gandhi)-সহ ভারতের প্রথম সারির রাজনীতিবিদদের বার্বি লুক দিল এআই (AI)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ছবিগুলি।
এআই শিল্পীর আঁকা ছবিতে বার্বি লুকে ধরা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিরাচরিত শাড়ি ছেড়ে তাঁকে পরানো হয়েছে গোলাপি পালাজো, গোলাপি টপ এবং ব্লেজার এমনকি তাঁর জুতোর রঙও গোলাপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে গোলাপি স্যুট পরে জনতার পাশে দাঁড়িয়ে থাকতে। রয়েছেন প্রতিপক্ষ রাহুল গান্ধীও। তাঁর গোলাপি পিঙ্ক কোট, সাদা শার্ট, আর চোখে সানগ্লাস।
গোলাপি রঙের শার্টে মজেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। শিল্পীর আঁকা ছবিতে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বাদ যাননি লালু প্রসাদ যাদবও। গরুর পালের সামনে গোলাপি শার্টে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে লালুকে। গোলাপি স্যুটেড বুটেডে নজর কেড়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও।
আরও পড়ুন - শনিবারই মণিপুরে INDIA-এর ২০ জন সাংসদ, তৃণমূলকে নেতৃত্ব দেবেন সুস্মিতা দেব
গলায় কয়েক ছড়া মালা পরে গোলাপি পোশাকে সাজিয়ে তোলা হয়েছে অমিত শাহকেও। বাদ যাননি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িও। অফিসিয়াল ড্রেসের বদলে তাঁকে সাজানো হয়েছে গোলাপি ব্লেজারে।