জার্মান সফরে মোদীকে 'দেশাত্মবোধক' গান (Patriotic Song) (Viral) শোনাল এক একরত্তি। বার্লিনের সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়েছে। খুদের গান যে রীতিমতো মনে ধরেছে প্রধানমন্ত্রীর, তা বেশ ধরা পড়ছে ভিডিও-তে।
খুদের গানের সঙ্গে সঙ্গে হাতে তালিও দিচ্ছিলেন মোদী। গানের শেষে খোশ মেজাজে বলে উঠলেন 'বড়িয়া'।
সোমবারই তিনদিনের ইওরোপ সফরে (Europe Visit) বার্লিন পউছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখান থেকে টুইটও করেছেন প্রধানমন্ত্রী।
অ্যাঞ্জেলা মার্কেল (Angela Markel) পরবর্তী অধ্যায়ে, এই প্রথম জার্মান সফর মোদীর। ২০২১ এর ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হয়েছে ওলাফ।