উত্তরাখণ্ডে (Uttarakhand) দুইটি নতুন শৃঙ্গ আবিষ্কার করলেন পতঞ্জলি (Patanjali) যোগপীঠের সাধারণ সম্পাদক আচার্য বালকৃষ্ণ। আচার্যের আবিষ্কৃত শৃঙ্গটির উচ্চতা ১৭ হাজার ৫০০ ফুট। আচার্যের কথায় শৃঙ্গটি অনেকটা 'ওম' এর মতো।
তবে, এখানেই শেষ নয়। পতঞ্জলির আচার্য আরও একটি শৃঙ্গ দেখতে পান। তাঁর কথায় সেই শৃঙ্গের আকৃতি নন্দী আকৃতির। এটির উচ্চতা ১৬ হাজার ৫০০ ফুট।
আরও পড়ুন - G20 সম্মেলনের মূল ফটকে বিশ্বের সবচেয়ে লম্বা নটরাজ মূর্তি, কী এর বিশেষত্ব?
আচার্যের আবিষ্কৃত এই শৃঙ্গ দুটির নাম দেওয়া হয়েছে নন্দী শৃঙ্গ এবং কৈলাস পর্বত। পতঞ্জলি টিম এবং নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের তরফে যৌথভাবে এই শৃঙ্গ জয়ের পরিকল্পনা করা হয়েছে। এমনকি আচার্য বালকৃষ্ণও 'ওম' আকৃতির শৃঙ্গটি জয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।