মাথায় পাগড়ি পরে বাইকে চড়ে বিয়ের আসরে ঢুকছে বর। কিন্তু এই সময়ে সবার দৃষ্টি বরের দিকে নয়, বরং বরের সামনে বাইকে চেপে আসা পোষ্যটির দিকে। বিয়ের সেই মজার ভিডিও ভাইরাল (Viral Wedding Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বর আসলে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে যায় কনেপক্ষের মধ্যে। কিন্তু এখানে তো শুধু বর নয়, মধ্যমণি হয়ে বাইকে বসে বরের সারমেয়। মনিবের বিয়ে বলে কথা, সে কি আর সাজগোজ না করে আসে? কুকুরটিকে পরানো হয়েছে জমকালো পোশাক। বিয়েবাড়িতে তাকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সকলে ভিড় করে দেখতে এসেছেন বরের সঙ্গে বরের কুকুরটিকে। কিন্তু চারপাশে এত লোক দেখেও মোটে ঘাবড়ানোর পাত্র নয় সে।।
Nusrat Jahan : 'মেরা দিল ইয়ে পুকারে...' গোলাপি রঙের ফিনফিনে শাড়িতে ঝড় তুললেন নুসরত
মজার এই ভিডিও নেটিজেনদের মন কেড়েছে। সব উদযাপনেই পোষ্যকে সামিল করার এই প্রয়াস বেশ প্রশংসিত হয়েছে।