ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে। জমায়েত হয়েছেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব। জাঁকজমক সাজে মণ্ডপে উপস্থিত হয়েছেন বর-কনেও। বউকে সকলে দামি দামি উপহারও দিচ্ছেন। কিন্তু সেই দামি উপহারের সঙ্গে আরও একটি উপহার পেলেন কনে। কী পেলেন? কনে উপহার হিসেবে পেলেন একটা গাধা! আর এই উপহার দিলেন স্বয়ং বর। আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির রোল উঠেছে। অনেকে আবার আবেগতারিত হয়ে পড়েছেন।
পাকিস্তানের (Pakistan) বাসিন্দা বরিষা জাভেদ খান ও আজলান শাহ। দুজনেই পাকিস্তানের ইউটিউবার (Pakistan youtuber)। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। আর বিয়েতে স্ত্রীকে গাধা (Donkey) উপহার দিয়েছেন তিনি। কিন্তু কেন স্ত্রী বরিষাকে গাধা উপহার (Donkey as a Gift) দিলেন তিনি সেটিও ব্যখ্যা করেছেন। আজলানের কথায়, বরিষা গাধা পছন্দ করেন। তাই তাঁকে গাধা উপহার দিয়েছেন তিনি।
আরও পড়ুন- শব্দে বিরক্তি, রোগীর দেহে চলা ভেন্টিলেশনই বন্ধ করে দিলেন এক মহিলা, তারপর কী হল জানেন?
এছাড়াও তিনি জানিয়েছেন, তাঁরা দুজনেই প্রাণী ভালবাসেন। আর গাধা অত্যন্ত পরিশ্রমী এবং অনুরক্ত একটি প্রানী। তাই কুকুর, বিড়াল পুষতে পারলে গাধা কেন পোষা যাবে না। স্বামীর থেকে গাধা উপহার পেয়ে খুশি হয়েছেন কনে বরিষাও। আর এই বিশেষ মুহূর্ত তাঁরা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।