বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে হবু বর ও কনের। অনেক পরিকল্পনাও থাকে। কিন্তু কিছু কিছু সময় এক একটি ঘটনা বদলে দেয় সব পরিস্থিতি। লক্ষ্য স্থির থাকলে সবই সম্ভব। দুর্ঘটনায় পা হারানো কনেকে কোলে তুলে বিয়ে করল বর। ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের ভিডিয়ো পোস্ট করা হয়েছে।
ভিডিয়োটিতে দেখা যায়, কনেকে কোলে তুলে সাতপাক ঘুরছে বর। এতেই চমক তৈরি হয়। পরে জানা যায়, বিয়ের ৪৫ দিন আগেই দুর্ঘটনার কবলে পড়েন কনে। অস্ত্রোপচার করা হয়। এরপর চলার শক্তি হারিয়ে ফেলেন কনে। ২ মাস বিয়ে পিছিয়ে দেয় পরিবার। কিন্তু ইচ্ছেশক্তি কমেনি দুজনেরই। নির্ধারিত দিনে কনেকে কোলে তুলে সাতপাকে ঘোরেন বর। সোশ্যাল মিডিয়ায় বর-কনেকে কুর্নিশ করেছে নেটমাধ্যম।
ভিডিয়ো পোস্ট করার পর ওই কনে লেখেন, "রূপকথার গল্প সত্যি হয়। তুমি পাশে আছো।" প্রথম কমেন্ট করেন বরই। তিনি লেখেন, "সারাজীবন এভাবেই ভার তুলব।" তাঁদের কথোপকথনও মন জিতেছে নেটপ্রেমীদের।