শারীরিক সমস্যার কারণে পুত্রবধূ সন্তানধারণে অক্ষম। তাই পরিবারের বংশবৃদ্ধির দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিলেন ৫৬ বছর বয়সী এক প্রৌঢ়া। নিজের নাতির 'সারোগেট মা' হলেন তিনি। ঘটনায় খুশি সেই প্রৌঢ়া ন্যান্সি হক। তাঁর পুত্র জেফ হক ও পুত্রবধূ ক্যামব্রিয়াও ধরে রাখতে পারছেন না আবেগ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছোট পরিবারের এমন একটি অভূতপূর্ব ঘটনাকে স্বাগত জানিয়েছেন বহু নেটিজেনও। সমালোচনার ঢেউ আসতেও দেরি হয়নি। তবে, সেই সবকিছুকেই এখন একেবারেই পাত্তা দিতে চান না তাঁরা। পরিবারের নতুন সদস্য আসার খুশিতেই দিতে চান ডুব।
ছেলে ও পরিবারের জন্য এই কাজ করতে পেরে অভিভূত ন্যান্সি। এই অভিজ্ঞতা কখনও ভোলার নয়, দাবি তাঁর। ন্যান্সি বলেন, ‘‘এই মুহূর্তে আমার মিশ্র অনুভূতি হচ্ছে। সুস্থ ভাবে সন্তান জন্ম দিতে পেরে আমি সত্যিই অভিভূত। তবে তাঁকে ছেড়ে দূরে থাকতে হবে ভেবে বেশ দুঃখিত।’’
ওই দম্পতি তাঁদের কন্যাসন্তানের নাম রেখেছেন হানা।