মে মাসেই বাজারে আসছে Pixel Fold ফোন। পিক্সেল ফোল্ড গুগল এর প্রথম ফোল্ডেবল ফোন
টিজার থেকে ইতিমধ্যে জানা গিয়েছে যে পিক্সেল ফোল্ডে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে।
Pixel Fold ফোনে 7.6-ইঞ্চি স্ক্রিন থাকবে, যার রেজোলিউশন 1840x2208 পিক্সেল হবে। ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 6:5 হবে। ফোনের প্রাইমারি লেন্স হিসাবে 48 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হবে। ফোনের দ্বিতীয় 10.8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হবে। এছাড়া তৃতীয় লেন্সটি 10.8-মেগাপিক্সেল টেলিফটো লেন্স যার সাথে 20x সুপার রেস জুম পাওয়া যাবে।
নয়া ফোনের দাম হবে ১৪০০-১৮০০ মার্কিন ডলারের মধ্যে। তবে ভারতের বাজারে এই ফোন মিলবে কিনা, তা এখনও জানা যায়নি।