কৃষ্ণ গহ্বর রহস্য উদ্ঘাটনেই নিজের সারাটা জীবন নিবেদিত ছিল মানুষটার। তাঁর জিবদ্দশায়, মৃত্যুর পর বারবার বিজ্ঞানীমহলে আলোচিত হয়েছে এই প্রশ্ন? কেন এ সময়ের সেরা বিজ্ঞানী হয়েও তিনি নোবেল পেলেন না? উত্তর মেলেনি। মানুষটার নাম স্টিফেন হকিং (Stephen Hawking)।
আজ হকিং এর আশিতম জন্মদিন। বিশেষ এই দিনটিতে গুগল ডুডলের পক্ষ থেকে রয়েছে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন।
একটি অ্যানিমেটেড ভিডিয়ো প্রকাশ করেছে গুগল ডুডল (Google Doodle)। আড়াই মিনিটের সেই ভিডিয়োয় যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তা আসলে স্টিফেন হকিংয়ের নিজস্ব কম্পিউটার জেনারেটেড ভয়েস। এই মহাবিশ্বে তাঁর অবদান, হুইলচেয়ারে বসেই একের পর এক যুদ্ধ জয়ের লড়াই, সব গল্পই তুলে ধরা হয়েছে তাতে।