বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য গ্লেন ম্যাকগ্রা, তাঁর বলের সামনে দাঁড়াতে পা কাঁপত তাবড় তাবড় ব্যাটসম্যানদের। তবে এবার তাঁর কীর্তিতে ছড়াল আতঙ্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রাক্তন ক্রিকেটারের একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বাড়িতে গুটিয়ে বসে ছিল বিরাট এক সাপ। সেই বিষধরকে হাতে ধরে বাইরে ফেললেন তিনি। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
G 20 Summit 2023: রাজধানীতে শুরু দু'দিনের জি ২০ বৈঠক, মোদীর সামনে ভারত
এই কাণ্ড ঘটালেন তিনি অথচ চোখে মুখে বিন্দুমাত্র ভয়ের লেশ মাত্র নেই৷ তবে তাঁর সাহসিকতাকে কুর্নিশও জানিয়েছেন কেউ কেউ। কেউ কেউ আবার লিখেছেন, ম্যাকগ্রাকে দেখে মনে হচ্ছে যেন এমন ঘটনা প্রায়ই ঘটে তাঁর জীবনে।