উত্তরোত্তর মূল্যবৃদ্ধির (Price hike) চাপে তটস্থ দেশের সাধারণ জনতা। গত ২২ মার্চ থেকে প্রায় প্রতিদিনই নিয়ম করে বৃদ্ধি পেয়েছে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol and Diesel price hike)। তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে শাক-সবজির দামও। তা নিয়ে দেশের নানাপ্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। এর প্রভাব থেকে মুক্ত নন নেটিজেনরাও। সোশ্যাল মিডিয়াজুড়ে (Social media viral) নানারকম মিমস এবং ট্রোলের ছড়াছাড়ি। সেই ট্র্যাডিশন মেনেই বোধহয় বন্ধুর বিয়েতে গিয়েছিলেন তামিলনাড়ুর কয়েকজন যুবক! বন্ধুর বিয়েতে 'উপহার' হিসেবে তুলে দিলেন পেট্রোল ও ডিজেলের বোতল (Pterol and diesel bottles gifted to friend)!
আরও পড়ুন: খাস কলকাতায় 'বারমুডা ট্রায়াঙ্গল রহস্য', দিনদুপুরে উধাও পড়ুয়া সমেত তিনটি স্কুলবাস
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গালপাত্তু জেলার চেয়ুর গ্রামে। নবদম্পতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনায় পেট্রল-ডিজেলের চেয়ে জুতসই আর কী-ই বা হতে পারে এই মুহূর্তে! যেমন ভাবা, তেমন কাজ। বিয়ের আসরে বরের বন্ধুরা হাজির দু’টি বোতলে পেট্রল আর ডিজেল নিয়ে (Petrol and Diesel price hike)। তা-ই ঘটা করে তুলে দেওয়া নবদম্পতির হাতে। তারপর জমিয়ে হল ফটো সেশনও।
উল্লেখ্য, সে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol and Diesel price) বর্তমানে ১১০.৮৫ টাকা প্রতি লিটার এবং ১০০.৯৪ টাকা প্রতি লিটার। বিয়ের অনুষ্ঠানে উপহারে মূলত সোনা কিংবা সমতুল্য কোনও মূল্যবান উপহার দেওয়াই রেওয়াজ। কিন্তু পেট্রোল ডিজেলকে কার্যতই সোনার সঙ্গে তুলনা করেই দম্পতিকে এই উপহার দিয়েছেন তাঁদের বন্ধুরা।