দেহ সুঠাম করার জন্য 'জিঙ্ক' ধাতুর ভূমিকা আছে। আর সেই কারণেই একসঙ্গে ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক খেয়ে নিলেন দিল্লির এক যুবক! ২৬ বছরের যুবকের এই কাণ্ড দেখে থ দিল্লির শ্রীগঙ্গা রাম হাসপাতালের চিকিৎসকেরাও। শেষ পর্যন্ত অন্ত্রে অস্ত্রোপচার করে বের করা হল কয়েন এবং গোল, চ্যাপ্টা, ত্রিকোণা, এ রকম নানা আকৃতির চুম্বক।
জানা গিয়েছে, গত ২০ দিন ধরে টানা বমি এবং পেটে ব্যাথার উপসর্গ নিয়ে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে এসে উপস্থিত হন ওই যুবক। টানা বেশ কয়েকদিন কিছুই খেতে পারছিলেন না তিনি। ওই যুবকের আত্মীয়রা জানিয়েছেন, এর আগেও কয়েন এবং চুম্বক খেয়েছেন তিনি। তাঁর মানসিক চিকিৎসাও চলছে বলে জানান তাঁরা।
হাসপাতালে আসার পর তাঁর আত্মীয়রাই জানান, গত কয়েক সপ্তাহ ধরে কয়েন এবং চুম্বক খাচ্ছিলেন যুবক। আর তাতেই সন্দেহ হয় চিকিৎসকের। সঙ্গে সঙ্গে তিনি সিটি স্ক্যান করেন। তাতে দেখা যায়, যুবকের অন্ত্রে গিয়ে আটকে রয়েছে বেশ কিছু কয়েন এবং চুম্বক। সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নানা আকৃতির চুম্বকের সঙ্গেই ১, ২ এবং পাঁচ টাকার কয়েনও উদ্ধার করা হয়।