উইসকনসিনের নুডলস অ্যান্ড কোম্পানি। রেস্তোরাঁ একেবারে ভর্তি। মোটামুটি সস্তায় চাল চাইনিজ খেতে ভিড় করেছেন সকলে, এমন সময় হঠাৎ এক হরিণ ঢুকে পড়ল রেস্তোরাঁয়, ভেতরে ঢুকেই রীতিমত ধেয়ে এল সকলের দিকে।
উইসকনসিনের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যে। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। ভরা রেস্তোরাঁয় ক্ষিপ্ত গতিতে দৌড়ে বেড়াচ্ছে এক হরিণ, রেস্তোরাঁর জানলা দিয়ে ভেতরে প্রবেশ করে সে। ঘটোনায় রীতিমতো আতঙ্কিত সকলেই। রেস্তোরাঁ থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় রীতিমতো।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, গোটা ঘটনায় কেউ আহত হননি, এবং রেস্তোরাঁ সাফ করে আবার চালুও করা হয়েছে।