চলতি বছরের জুনে, না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ৮৭ বছরের মেরিন স্মিথ (Marine Smith)। মেরিনের শোকসভায় এসে তো আত্মীয় পরিজনরা হতবাক। সকলের সঙ্গে কথা বললেন মৃতা। জীবন এবং আধ্যাত্মিকতা নিয়ে কথা বললেন শোকসভায় উপস্থিত সকলের সঙ্গে। নটিংহামের ব্যাবওয়ার্থের ঘটনা।
‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)’ (Artificial Intelligence)-এর মাধ্যমে ‘হলোগ্রাফিক’ ভিডিও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ভাবে অবাস্তবকে বাস্তব করে দেখিয়েছেন বিজ্ঞানীরা।
মেরিন স্মিথের স্মরণসভায় যোগ দিতে এসে প্রথমটায় বেশ ঘাবড়েই যান আত্মীয়-পরিজনেরা। তাঁরা দেখেন সামনের পর্দায় তাঁদের সঙ্গে কথা বলছেন মেরিনা। একটু ধাতস্থ হওয়ার পর পরিবারের সদস্যরা নানা প্রশ্নও করেন, যার উত্তর দেন মেরিনার ‘হলোগ্রাফিক’ অবয়ব।
Parachute Pant fashion: এই পুজোয় দারুণ হিট প্যারাশুট প্যান্ট, কীসের সঙ্গে পরলে জমবে ফ্যাশন?
মজার ব্যাপার হল, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই যে প্রযুক্তিটি তৈরি হয়েছে, মেরিনের ছেলে স্টিফেন স্মিথই এর উদ্ভাবক। এই সপ্তাহ থেকে যুক্তরাজ্যে এই প্রযুক্তিটি জনসাধারণের হাতের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। স্টিফেন লস অ্যাঞ্জেলস-ভিত্তিক এআই সংস্থা স্টোরিফাইলের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও।