অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে সরগরম এখন টিনসেল টাউন। রোজই চলছে নানা অনুষ্ঠান। ক্রমেই সামনে আসছে অতিথিদের তালিকা। সেই তালিকায় চমক দুটো নাম। কানাঘুষো খবর, বিয়ের দিন আম্বানিদের বাড়িতে অতিথি হচ্ছেন ইংলিশ ফুটবলের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। সঙ্গে আছেন তাঁর স্ত্রী ও প্রাক্তন স্পাইস গার্ল ভিক্টোরিয়া বেকহ্যাম।
এর ক্রিকেট বিশ্বকাপের সময় মুম্বই ঘুরে গিয়েছিলেন বেকস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে দেখেছিলেন ভারতের ক্রিকেট ম্যাচ। এবার বউ ভিক্টোরিয়াকে সঙ্গে নিয়ে তাঁর ভারতীয় বিয়ে দেখতে আসার পালা। সম্প্রতি বিবাহ বার্ষিকী গিয়েছে বেকহ্যাম এবং ভিক্টোরিয়ায়। পার্পেল ড্রেসে তাঁর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বেকহ্যাম ছাড়াও হলিউডের গেস্ট তালিকা বেশ লম্বা বলেই জানা গিয়েছে। অনন্ত-রাধিকার বিয়েতে পারফর্ম করতে ভারতে আসার কথা রে, ড্রেক এবং অ্যাডলির। সোমবার ছিল হবু দম্পতির মেহেন্দির অনুষ্ঠান। আম্বানিদের বাড়িতেই এই অনুষ্ঠানে গান গেয়েছেন উদিত নারায়ণ এবং রাহুল ভেদ।