একেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর! সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৫০ মিটার উঁচুতে এভারেস্টের চুড়োয় উড়ল এক ড্রোন। ক্যামেরাবন্দি করল এক আশ্চর্য দৃশ্যের। বেসক্যাম্প থেকে এভারেস্টের মাথা পর্যন্ত উড়ল ড্রোন।
পৃথিবীর সবচেয়ে উঁচু বিন্দু। মাউন্ট এভারেস্ট। যে বিন্দুতে পৌঁছনোর স্বপ্ন দেখে বহু বহু মানুষ, আর পৌঁছে যায় হাতে গোনা কয়েকজন, সেখানে পৌঁছনোর রাস্তা কেমন? দম বন্ধ করা সুন্দর সেই দৃশ্য চার মিনিট ধরে ক্যামেরাবন্দি করে এনেছে ডিজেআই ম্যাভিক 3 ড্রোন।
পথ কোথাও এবড়ো খেবড়ো, দুর্গম, কোথাও হিমবাহের ভয়াল হাতছানি, কোথাও আবার মসৃণ তুষারসাম্রাজ্য। কোথাও আবার ছড়িয়ে ছিটিয়ে পর্বতারোহীদের হলুদ ক্যাম্প। সব মিলিয়ে চার মিনিটের ভিডিয়োজুড়ে যেন রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার।