সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল...শুধু বাঙালির? সারা বিশ্বজুড়েই ফুটবল নিয়ে উন্মাদনা চরমে। এখন আবার একই সঙ্গে চলছে ইউরো আর কোপা আমেরিকার খেলা। বিশ্বজুড়েই ফুটবল জ্বর, কেউ রাত জেগে খেলা দেখছেন, কেউ বা ভোরে উঠে পড়ছেন, খেলা দেখার জন্য। কিন্তু এবার যা বলব, এরকম ঘটনা আগে শোনেননি।
কাছের মানুষের মৃত্যু হয়েছে, শেষকৃত্য পিছিয়ে গেল, কেন না? টিভিতে পেরি বনাম চিলির ম্যাচ চলছে। টানটান উত্তেজনা। এমন হাইভোলটেজ ম্যাচ মিস করা যায়? কফিনে শোয়ানো মৃতদেহ। তবে এমন হাইভোল্টেজ ম্যাচ কি ছাড়া যায়? জায়ান্ট প্রজেক্টর স্ক্রিনে খেলা দেখলেন মৃতের উদ্দেশে শোক জ্ঞাপন করতে আসা সকলে। তাঁদের পরনে চিলির জার্সি। কফিনের উপরেও ফুলের তোড়ার পাশাপাশি জার্সি রাখা ছিল।
স্বাভাবিক ভাবেই, এই ভিডিয়ো নিয়ে নেটদুনিয়া উথাল পাথাল। অনেকেই আবার বলছে, সত্যিই অভিনব কায়দায় কাছের মানুষকে বিদায় জানানো। শেষবার প্রিয় মানুষের সঙ্গে একসঙ্গে প্রিয় দলকে খেলতে দেখলেন সবাই। এভাবেই তো জানাতে হয় শেষ বিদায়।