শীত কালে নিয়মিত স্নান করাই যেখানে বেশ কঠিন, সেখানে নদীতে পুণ্যস্নান? অনেকেরই শুনলেই হাড় কাঁপে। অথচ পুণ্যি করারও সখ খুব, তাহলে উপায়? আপনার হয়ে নদীতে ডুব যদি দেয় অন্য কেউ? সম্প্রতি সেরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মাত্র ১০ টাকার বিনিময়ে আপনার হয়ে ডুব দিচ্ছেন এক ব্যক্তি। ডুব প্রতি ১০ টাকা। ভিডিওটি কোথাকার। তা স্পষ্ট নয়। তবে ভিডিওর ব্যক্তিকে সকলের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, পুণ্যার্জনের জন্য ডুব দিতে কারোর সমস্যা হলেই তিনি ডুব দিয়ে দেবেন।