হঠাৎ সাজানো গোছানো বিয়েবাড়িতে প্রাণ নিয়ে ছুটোছুটি। অতিথিতে ভরা, আলো ঝলমলে বিয়েবাড়িতে একদিকে চলছিল খাওয়াদাওয়া অন্যদিকে নবদম্পতিকে আশীর্বাদের পর্ব। এই আবহেই হঠাৎ বিয়েবাড়িতে হানা দিল, এক পাল মৌমাছি। মধ্যপ্রদেশের গুনা জেলার, এই বিয়ে বাড়ির কাণ্ডে অন্তত ১২-১৪ জন গুরুতর আহত হন। তাঁদের সকলকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে।
Varun Dhawan-Natasha : নাতাশার বেবিবাম্পে আদরের চুম্বন, বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান
কস্তুরি গার্ডেন নামের একটি বিরাট বাগানে বসেছিল বিয়ের আসর। অভিযোগ, হঠাৎই ছাদ থেকে নেমে আসে মৌমাছির বিরাট পাল। মৌমাছির দংশন থেকে রক্ষা পেতেই ছুটোছুটি শুরু করে দিয়েছেন অতিথিরা। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।