বিশ্বজুড়েই মায়েদের ভাষা, মায়েদের অনুভূতির বহিঃপ্রকাশ একইরকম। শুধু কি মানুষ মা? না, প্রাণীজগতের সব মায়েরাই এক। সম্প্রতি ভাইরাল হল এক মা শিম্পাঞ্জীর সন্তানকে দেখার প্রথম মুহূর্ত। পরম যত্নে সদ্যোজাতকে বুকে আগলে রেখেছে মা।
জন্মের পর মা শিম্পাঞ্জিকে দিন দুয়েক অপেক্ষা করতে হয়েছে, নিজের সন্তানকে একটু ছুঁয়ে দেখার জন্য। সেজউইক কাউন্টি জু-এর তরফে সেই মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে। চিড়িয়াখানার মাহালে নামের শিম্পাঞ্জীটি তার সন্তানের জন্ম দেয় সিসেকশনের মাধ্যমে। কিন্তু জন্মের পর সদ্যোজাত-র নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ায়, মায়ের থেকে দূরে হাসপাতালে রাখা হয়েছিল তাকে। দু'দিন পর প্রথমবার ছানাটিকে কোলে নিয়েছে মা। সেই ভিডিও দেখে বাঁধ ভাঙা আবেগ উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
চিড়িয়াখানার তরফে ছানাটির নাম রাখা হয়েছে কুচেজা।