প্রতি বছর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বা অন্যান্য বোর্ডের পরীক্ষায় একটা দুটো ব্যতিক্রমী খাতা খুঁজে পান পরীক্ষকেরা। কেউ খাতায় এঁকে রেখেছে, কেউ বা লিখে রেখেছে, "দয়া করিয়া পাশ করাইয়া দেবেন'। আর সোশ্যাল মিডিয়ার জমানায় সেই সব ভাইরাল হতে সময় লাগে কয়েক ঘণ্টা মাত্র। তবে ২০২২ এর মাধ্যমিকএর একাধিক খাতা দেখে রীতিমতো চিন্তায় পড়েছেন শিক্ষকরা। বিশেষ করে ইংরেজি পরীক্ষাপত্রের নমুনা দেখে উদ্বিগ্ন পরীক্ষকেরা। অনেকেই 'হোয়াটসঅ্যাপের ভাষা ব্যবহার করে উত্তর লিখেছেন।
কেউ লিখেছে, ‘ডিয়ার সুমি, ফাস্ট নো মেনি মেনি শুভেচ্ছা ও ভালবাসা। দেন লকডাউন হোয়েন কাটালে’? কেউ আবার 'পুষ্পা' ছবির সংলাপ নকল করে খাতায় লিখে রেখেছে, 'আপুন লিখেগা নেহি'।
লকডাউনে দীর্ঘ দু'বছর স্কুল বন্ধ থাকার কারণেই এই সব ঘটছে, মনে করছেন পরীক্ষকরা। পরীক্ষার প্রস্তুতিও ঠিক মত হয়নি, খাতায় কলমে লিখে পড়াশোনার অভ্যাস চলে গিয়ে তার বদলে বেড়েছে মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভ্যেস। সেই ভাষারই প্রতিফলন হয়েছে খাতায়, বলছেন অনেকেই।